ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

মায়ের কোলে চড়ে ঢাবিতে পরীক্ষা দিতে আসা ছেলেটি উর্ত্তীণ  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৪, ২৬ সেপ্টেম্বর ২০১৮

মা ১৭/১৮ বছর বয়সের ছেলেকে কোলে করে নিয়ে এসেছেন পরীক্ষা কেন্দ্রে। কিছুদিন আগে এমন একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে কলা অনুষদের অধীন `খ` ইউনিটের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার ঘটনা এটি।

আজ মঙ্গলবার প্রকাশিত সেই পরীক্ষার ফলাফলে দেখা গেছে ফেল করেছে ৮৬ শতাংশ এবং পাস করা শিক্ষার্থীর সংখ্যা মাত্র ১৪ শতাংশ পরীক্ষার্থী। অথচ এই স্বল্প সংখ্যক শিক্ষার্থীদের মধ্যেও রয়েছে মায়ের কোলে চড়ে পরীক্ষা হলে আসা সেই হৃদয় সরকারও।    

হৃদয় `খ` ইউনিটের ভর্তি পরীক্ষায় তার অবস্থান ৩৭৪০তম। মেধায় পাস করলেই কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী কোটা পাওয়া যায়। আর তাই আশা করা হচ্ছে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটি বিষয়ে পড়ার সুযোগ পাবে।

হৃদয় সরকারের গ্রামের বাড়ি নেত্রকোনায়। সে হাঁটতে পারে না। এমনকি তার হাতের সব আঙ্গুলও কাজ করে না। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিন ছেলেকে কোলে করে পরীক্ষার হলে পৌঁছে দেন তার মা। কলেজে থাকা কালিন সময়েও মা প্রতিদিন তাকে কোলে করে ৪তলা থেকে উপরে উঠাতেন আবার নিচে নিয়ে আসতেন।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি